TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভুটানের মধ্যেই আস্ত গ্রাম বানিয়েছে চিন

ভুটান সীমান্তের দু-কিলোমিটারের মধ্যে একটা আস্ত গ্রাম বানিয়ে ফেলেছে চিনারা। গ্রামের নাম প্যাঙ্গদা। ২০১৭ সালে ডোকলামে ভারত ও চিনা সেনাবাহিনীর মধ্যেকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই প্যাঙ্গদা গ্রামটি ডোকলাম থেকে মাত্র ৯ কিলোমিটার। এদিকে ভুটানের সেনাবাহিনী দুর্বল হওয়ার কারণে সেদেশের সার্বভৌমত্ব রক্ষা করে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু যেখানে চিনারা এই গ্রাম বানিয়েছে সেখানে তারা ভুটানের সার্বভৌমত্ব মানছে না। এনিয়ে যথেষ্ঠ উদ্বেগে ভারত। লাদাখ চিন সংকটের মধ্যেই ডোকলাম প্রসঙ্গ ফের মাথাচাড়া দিতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। এমনকি ডোকলাম সীমান্তে রাস্তা তৈরি নিয়ে যে বিতর্কের শুরু হয়েছিল, সেই রাস্তা লাগোয়া টানেল বানাচ্ছে চিন। সম্প্রতি স্যাটেলাইট ইমেজে সেটি দেখাও গিয়েছে।

ছটপুজোয় সরকারি বিধিনিষেধ কী কী ?

অনুমান করা হচ্ছে শীতে সেনাদের আশ্রয় দেওয়ার জন্যই এই টানেলের ব্যবস্থা করা হচ্ছে। অন্তত ৫০০ মিটার দৈর্ঘ্যের এই টানেল বানানো হচ্ছে। চিনের সরকারি গনমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক শেন শিওয়েই টুইট করে এই গ্রামের ছবি পোস্ট করে, পরে সেই ছবি ডিলিট করলেও ততক্ষণে সারা বিশ্বে ছড়িয়ে পরে সেই খবর। ডোকলাম ভুটানের অংশ হলেও চিনাদের দাবি ডোকলাম মালভুমি তাঁদের অংশ। পূর্ব সিকিমের থেকে সাড়ে চার কিলোমিটার দূরে ডোকলাম সীমান্তের কাছে রাস্তা তৈরি নিয়ে আপত্তি জানায় ভারত। প্রায় আড়াই মাস পর দুদেশের সেনা সরানো হয় ডোকলাম থেকে। এরই মধ্যে ডোকলাম মালভুমিতে চিনের গ্রাম তৈরির খবরে উদ্বেগ দেখা দিয়েছে।