TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কয়লা পাচার কাণ্ডে কলকাতা সহ রাজ্যের ৩০ জায়গায় তল্লাশি সিবিআইয়ের

বঙ্গ নিউস, ২৮ নভেম্বর, ২০২০ঃ কয়লা পাচার কাণ্ডে তৎপর হয়ে উঠেছে সিবিআই। আজ সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের ৩০ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রের খবর কলকাতা, আসানসোল, দুর্গাপুর রানিগঞ্জ সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় আজ ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে। আজ সকালে নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকদের কয়েকটি টিম বের হয়। তল্লাশি চালানো হচ্ছে কয়লা পাচার কাণ্ডে মুল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বাড়ি ও অফিসে। যদিও মূল অভিযুক্ত এখনও ফেরার।

আরও পড়ুন ১ ডিসেম্বর থেকে খুলছে রাজ্যের সব মেডিক্যাল কলেজ

আয়কর দপ্তরও কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে অনেক তথ্য পেয়েছে। সেই সব নথি আয়কর দপ্তরের কাছে চেয়ে পাঠিয়েছে সিবিআই। এদিকে গরু পাচার কাণ্ডে ধৃত এনামুলের সঙ্গে অনুপ মাঝির যোগের কথা প্রকাশ্যে এসছে। জানা গিয়েছে অনুপ মাঝি মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গে কয়লা পাচার করত, যাতে এনামুল বাহিনীর সাহায্য নিত অনুপ মাঝি। এনামুলের ট্রান্সপোর্টেই কয়লা পাচার হত। অন্যদিকে কলকাতা পুলিসের হাতে ধৃত চাটার্ড অ্যাকাউন্ট ফার্ম মালিক গোবিন্দ আগরওয়ালের সঙ্গেও যোগসূত্র মিলেছে এনামুল হক ও অনুপ মাঝির। জানা গেছে এদের কালো টাকা সাদা করতেন গোবিন্দ আগরওয়াল।