Home বঙ্গ কয়লাকাণ্ডে খোঁজ মিলল গোপন রাস্তার, আসানসোলে তৎপর সিবিআই

কয়লাকাণ্ডে খোঁজ মিলল গোপন রাস্তার, আসানসোলে তৎপর সিবিআই

by banganews

বঙ্গ নিউস, ৫ ডিসেম্বর, ২০২০ঃ  কয়লাপাচার কাণ্ডে তদন্তে নেমে গোপন রাস্তার হদিশ পেল সিবিআই। আসানসোল থেকে ধানবাদ ও পুরুলিয়া পর্যন্ত গোপন রাস্তার সন্ধান মিলেছে। এরপরই তৎপর হয়েছে সিবিআই। ইতিমধ্যেই আসানসোলে ঘাঁটি গেড়েছে কলকাতার দুর্নীতি দমন শাখা ও দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ প্রতিনিধি দল।

আরও পড়ুন কৃষক নেতার সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে গোয়েন্দা দলের সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরাও। গতকালই আসানসোলে দুই ট্রাক ড্রাইভারকে জেরা করা হয়। অন্যদিকে কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝির নথি ঘেটে তার সঙ্গে আসানসোলের দুই ব্যবসায়ীর যোগাযোগের কথা জানতে পেরেছে সিবিআই আধিকারিকরা। আজ ওই দুই ব্যবসায়ীকে  জেরা করবে সিবিআই। এদিকে এখনও অধরা মূল অভিযুক্ত অনুপ মাঝি। তার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

You may also like

Leave a Reply!