TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

টুইটে বর্ধমান বানান ভুল, নেটিজেনদের হাসির খোরাক রাজ্যপাল

বঙ্গ নিউস, ৩ জানুয়ারি, ২০২১ঃ সংবিধানের সর্বোচ্চ পদে থাকেন রাজ্যপাল। আর তিনি কিনা বানান ভুল করে বসলেন। আজ সকালে রাজ্যপাল জগদীপ ধনখড় একাটি টুইট করে তাঁর বর্ধমান সফরের কথা জানান। তবে সেখানে Bardhaman বানান বদলে হয়ে যায় Burdman। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা।

আরও পড়ুন শুভেন্দুকে রুখতে বড় দায়িত্ব পেলেন অখিল গিরির ছেলে

রীতিমতো হাসাহাসি শুরু হয় রাজ্যপালের মত একজন মানুষের এই ভুলে। কয়েকদিন আগে গণতন্ত্র বানান হয়ে গিয়েছিল গনতন্ত্র। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল গেরুয়া শিবির। আজ রাজ্যপাল জগদীপ ধনখড়ের এহেন ভুল নিয়ে চর্চা শুরু হয়েছে। কাল রাজ্যপাল বর্ধমান সফরে যাচ্ছেন সেখানে সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে পুজো দিয়ে ১০৮ শিব মন্দিরে ঘুরে পৌঁছে যাবেন সার্কিট হাউসে। সেখান থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এই টুইট করার সময় বানান বিভ্রাট হয়।