Home বঙ্গ রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল

রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল

by banganews

রাজ্য ও রাজ্যপাল সংঘাত আরও চরমে উঠল। এবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল। আজ একটি সাংবাদিক সম্মেলনে সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন এতদিন রাজ্যপাল হিসাবে যারা রাজ্যে ছিলেন তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট ছিলেন। ২০১৯ সালের জুলাই মাসে রাজ্যপাল হিসাবে নিয়োজিত হন জগদীপ ধনখড়। রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার পর থেকেই ক্রমাগত রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। কখনও সাংবাদিক সম্মেলন করে বা কখনও টুইট করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল।

 

কলকাতায় যুবকের শরীরে মিলল করোনার নয়া স্ট্রেন

তাঁর আচরণ দেখলে মনে হয় তিনি কোনো বিরোধী দলের নেতা। সুখেন্দুশেখর আরও বলেছেন সংবিধান বলছে রাজ্যপাল রাজ্যের মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে কাজ করবেন। তিনি নিয়মতান্ত্রিক প্রধান। কিন্তু জগদীপ ধনখড় যা যা করেছেন তা সাংবিধানিক সীমারেখা অতিক্রম করে গেছে। সাংসদ জানিয়েছেন যে আমরা রাষ্ট্রপতির কাছে ৬ পাতার একটি স্মারকলিপি জমা দিয়েছি। এতে সাক্ষর করেছেন সুদীপ বন্দ্যাপাধ্যায়, কাকলি ঘোষ দোস্তিদার, ডেরেক ওব্রায়েন ও আমি। ওই স্মারকলিপিতে জানানো হয়েছে রাজ্যপালের বক্তব্য। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, রাজ্যপালকে অপসারিত করতে পারেন। তবে অপসারিত রাজ্যপাল ফের আদালতে মামলা দায়ের করতে পারে। ফলে পুরো বিষয়টাই অত্যন্ত জটিল।

You may also like

Leave a Reply!