Home দেশ রাজ্যপালের টুইটে বদলে গেল হরিচাঁদ ঠাকুরের নাম, নেটদুনিয়ায় বিতর্ক

রাজ্যপালের টুইটে বদলে গেল হরিচাঁদ ঠাকুরের নাম, নেটদুনিয়ায় বিতর্ক

by banganews

ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজ্যপাল জগদীপ ধনকর। আজ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি। তাঁকে সম্মান জানিয়ে রাজ্য সরকার ছুটি ঘোষনা করেছে। তবে তাঁকে সম্মান জানাতে গিয়ে রীতিমত বিপদে পড়েছেন রাজ্যপাল। টুইটে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে শুভেচ্ছা জানাতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলেন তিনি। জগদীপ ধনকর লিখেছেন “পরমব্রহ্ম শ্রী শ্রী হরিচন্দ্র ঠাকুরের ২১১তম জন্মবার্ষিকীতে নতমস্তকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। নিপীড়িত-বঞ্চিতদের উন্নয়নে নিজের জীবন অতিবাহিত করেছেন। তাঁর দেখানো পথে আমাদের মন থেকে দূর হয় হিংসা। জন্ম নিয়েছে আধ্যত্মিকতা।”

‘‌পশ্চিমবঙ্গে দল আমাকে যোগ্য মনে করেনি’‌, বিজেপির তারকা প্রচারকের তালিকায় বাদ লকেট

হরিচাঁদের বদলে হরিচন্দ্র লিখেছেন রাজ্যপাল আর এনিয়ে নেটদুনিয়ায় বিতর্কের সৃষ্টি হয়। নেটিজেনদের অনেকেই জগদীপ ধনখড়কে নিজের ভুল শুধরে নেওয়ার পরামর্শ দেন। অনেকে আবার আরও একধাপ এগিয়ে অভিযোগ করেন, এভাবে ভুল বানান লিখে বাংলা ও মতুয়াদের অপমান করছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যদিও এরপরও টুইটটি ডিলিট করেননি তিনি।

You may also like

Leave a Reply!