TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পিছু হটল কেন্দ্র, ‘আংশিক’ প্রশ্নোত্তর পর্বে সায়

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর ২০২০ : করোনা পরিস্থিতিতে সংসদের বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব রাখা হবে না, এমন সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই বিরোধিতায় সরব হয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।
স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন হবে চার ঘন্টা। তাই অধিবেশনের প্রথম ঘন্টার ‘কোয়েশ্চন আওয়ার’ পুরোপুরি ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

আরও পড়ুন হ্যাকিংয়ের শিকার খোদ প্রধানমন্ত্রী, শুরু তদন্ত

এক ঘন্টার এই পর্বে বিভিন্ন ইস্যুতে সরকারপক্ষকে প্রশ্ন করার অধিকার পায় বিরোধীরা এবং লিখিত ও মৌখিক ভাবে সরকার সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকে। ১৯৫০ সালের পর এই প্রথমবার সংসদের অধিবেশন সম্পর্কিত এই নতুন সিদ্ধান্ত নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করে দুই বিরোধী দল।

এই পরিস্থিতিতে খানিকটা পিছু হটেছে সরকার। বুধবার সরকারি তরফে জানানো হয়, মৌখিক প্রশ্ন উত্তর পর্ব না থাকলেও লিখিত প্রশ্নের, লিখিত জবাব দেওয়া হবে সংসদে।
তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই সিদ্ধান্তকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে মন্তব্য করেন।

আরও পড়ুন জিএসটি ক্ষতিপূরণ ইস্যুতে মোদীকে চিঠি মমতার

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান। বিরোধীদের দাবি মেনেই বদল করা হল সিদ্ধান্ত।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন চলবে পয়লা অক্টোবর পর্যন্ত।