TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

টাটার নতুন উদ্যোগ! বিক্রি বাড়াতে গ্রামে গ্রামে আসছে অনুভব শোরুম

গ্রাহকদের জন্য বড় খবর। দেশের গ্রামীণ এলাকায় যাঁরা থাকেন, তাঁদের জন্য দেশের অন্যতম বৃহৎ গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা মোটরস নিয়ে আসতে চলেছে অনুভব শো রুম। দেশের গ্রামীণ অঞ্চলে থাকা নাগরিকেরা যাতে খুব সহজেই গাড়ি কিনতে পারেন, সেই কারণেই টাটার তরফে এই উদ্যোগ।

অতিমারির জন্য সামাজিক দূরত্ববিধির কারণেই হোক অথবা অন্য যে কোনও কারণে, নাগরিকেরা অনেকেই গণপরিবহন এড়িয়ে চলতে চাইছেন। আর তাই গাড়ি কেনার চাহিদায় বদল দেখা দিয়েছে। নতুন করে গাড়ি কিনতে চাইছেন অনেকেই।
এমতাবস্থায়, দেশের গ্রামীণ অথবা প্রত্যন্ত এলাকায় যাঁরা থাকেন তাঁদের কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়। গাড়ি কিনতে চেয়েও অনেকেই পারেন না স্রেফ দূরত্বের জন্য। এবারে এই সমস্যা কিছুটা হলেও মিটতে পারে বলেই জানিয়েছে টাটা গোষ্ঠী। ভার‍তের বাজারে এই কোম্পানির তরফ থেকে নিয়ে আসা অনুভব শো-রুমে খুব সহজভাবেই এবার থেকে গাড়ি কিনতে পারবেন নাগরিকেরা এমনটাই মনে করা হচ্ছে।

ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা গেলেও ফিরে পাওয়া যেতে পারে

টাটার তরফ থেকে জানানো হয়েছে, আপাতত গ্রামে ১০৩টি মোবাইল শো রুম খোলা হবে। গোটা দেশজুড়েই এই শো রুমগুলি কার্যকর হবে।