TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

গোটা দেশের জন্য আবেগঘন মুহূর্ত, প্রতিটি হৃদয় আজ উদ্ভাসিত : প্রধানমন্ত্রী

অযোধ্যা, ৫ অগাস্ট,২০২০ : রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান গোটা দেশের জন্য এক অনুভূতিপ্রবণ মুহূর্ত বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমি পুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি আরও বলেন, প্রত্যেক ভারতবাসীর হৃদয় আজকের আনন্দযজ্ঞে উদ্ভাসিত।

আরও পড়ুন রাম মন্দিরের ভূমিপুজো ও ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তি : বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা মমতার

রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এদিন বলেন আজকের দিনটি ঐতিহাসিক। আজকের দিনে কেবল মন্দিরই নয়, তৈরি করা হচ্ছে ইতিহাস। এটি শুধুমাত্র ইতিহাসের পুনর্নির্মাণ নয় পুনরাবর্তনও বটে। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, ভগবান রামকে যেভাবে উপজাতিরা খেয়া পারে সাহায্য করেছিলেন, যেভাবে শিশুরা সাহায্য করেছিল ভগবান কৃষ্ণকে গোবর্ধন পর্বত উত্তোলনে, ঠিক সেভাবেই দেশের প্রতিটি মানুষের স্বল্প প্রয়াস একত্রিত হলেই এরকম মন্দির নির্মাণ সম্ভব হয়। কয়েক শতকের প্রতীক্ষার পর

আরও পড়ুন ৫ অগাস্টের মাহেন্দ্রক্ষণে রাম মন্দিরের ভূমিপুজোতে চাঁদের হাট

আজকের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দেশব্যাপী অসংখ্য রামভক্তদের জন্য মন্দিরের স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে।