TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

স্কুল বন্ধ, তলানিতে তেরঙার চাহিদা

শিলিগুড়ি, ১৪ অগাস্ট, ২০২০: করোনার প্রভাব তেরঙাতেও। করোনা সংক্রমণ রুখতে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল-কলেজ। ফলে এবছর স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকার চাহিদা একেবারে নেই বললেই চলে। উত্তরবঙ্গের বাজার আরও খারাপ।

আরও পড়ুন :  এইট পাশ যোগ্যতার হাতি তাড়ানোর কাজে আবেদন জমা পিএইচডি,এমএ, এমএসসি পাশদের

এবছর কোথাও কোনও বড় অনুষ্ঠান নেই। স্কুল, শপিং মল, শোরুম ইত্যাদি সাজানোরও প্রয়োজন নেই। ফলে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা বিক্রি একেবারে তলানিতে। অমৃত শাহ নামে শিলিগুড়ি বাজারের এক পতাকা বিক্রেতা বলছেন, “করোনার কারণে এবছর পতাকার ব্যবসায় দারুণ মন্দা। স্কুল-কলেজ বন্ধ। কোনও অনুষ্ঠান নেই। বড় কোনও অর্ডারও নেই। প্রতি বছর এসময় অনেক অর্ডার থাকে। এবছর কিছুই নেই। ফলে পতাকা বিক্রেতাদের খুবই ক্ষতি হচ্ছে।”

আরও পড়ুন :  শ্রীনগরে জঙ্গি হামলা, শহীদ ২ পুলিশ আধিকারিক

বিক্রেতারা বলছেন, বেশি পরিমাণে যাঁরা পতাকা কেনেন সেইসব বুকিং নেই। যা আছে, পরিমাণে তা খুবই কম। ফলে গত বছরের তুলনায় ব্যবসা একেবারে তলানিতে। তাঁদের আশা, আগামী বছর নিশ্চয়ই ছবিটা বদলাবে।