TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভূমি পূজনের পরই করোনা আক্রান্ত রাম মন্দির ট্রাস্টের প্রধান

অযোধ্যা, ১৩ অগাস্ট, ২০২০ : রাম মন্দির ট্রাস্টের প্রধান মোহান্ত নৃত্য গোপাল দাস আক্রান্ত হলেন কোভিড-১৯ এ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তৎপরতায় চিকিৎসাধীন তিনি।

মোহান্ত নৃত্য গোপাল দাস ৫ অগাস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান মঞ্চে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

আরও পড়ুন গভীর কোমায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

সংক্রমণের উপসর্গ প্রকট হতে শুরু করলে কোভিড পরীক্ষা করানো হয় মোহান্তের।

অন্যদিকে আগের সব রেকর্ড ভেঙে দিয়ে ভারত আবার একদিনে সর্বোচ্চ সংক্রমণে নতুন রেকর্ড করল। গতকাল একদিনে ৬৬,৯৯৯ জন নতুন করোনাভাইরাস আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৪২ জনের। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে মোট আক্রান্তের পরিসংখ্যান প্রায় ২৪ লাখের কাছে এসে দাঁড়িয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণের যুগ্ম মন্ত্রক দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ২৩,৯৬,৬৩৮ জন। অ্যাক্টিভ কেস সংখ্যা ৬,৫৩,৬২২। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬,৯৫,৯৮২ জন এবং মৃত্যু হয়েছে মোট ৪৭,০৩৩ জনের।