TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মেট্রো চালুর পর পরিস্থিতি দেখে ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত

কলকাতা, ১০ সেপ্টেম্বরঃ মেট্রো চালু হলে মানুষের গতিবিধি পর্যালোচনা করে ট্রেন চালানো নিয়ে সিদ্ধান্ত নেবে রেল। এই প্রথমবার কলকাতা মেট্রো ডিজিটাল মাধ্যম আনতে চলেছে, যেখানে অ্যাপ থেকে ই-পাস নিয়ে তবেই মেট্রোয় সফর করা যাবে। সেই পদ্ধতিতে পরিষেবা কতটা কার্যকর, ভিড় কতটা সামাল দেওয়া যায় বা সুরক্ষাবিধি মেনে চলা যায় কি না, তা দেখবে পূর্ব রেল। যদিও পূর্ব রেলের ম্যানেজার সুনীত শর্মা জানিয়েছেন,মেট্রোর যাত্রীর সঙ্গে রেলের যাত্রীর তুলনা চলে না। বিশেষ করে হাওড়া, শিয়ালদহ বা মালদা- আসানসোলের মত ওপেন ডিভিশনে ভিড় নিয়ন্ত্রণ করা সমস্যার বিষয়। একাধিক দ্বার থাকায় এই জায়গাগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য। সেক্ষেত্রে প্রযুক্তিগত ব্যবস্থা খতিয়ে দেখে রাজ্যের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন ভারতীয় বায়ুসেনায় যুদ্ধবিমান রাফালের অন্তর্ভুক্তি

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগেই জানিয়েছিলেন দূরত্ববিধি মেনে এক চতুর্থাংশ ট্রেন চালালে রাজ্যের কোনও আপত্তি নেই। এই মর্মে রেল বোর্ডের কাছে পুনরায় চিঠি পাঠিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায়। চিঠিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে রেল পরিষেবা শুরুর কথা বলা হয়েছে।