TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দীর্ঘ কয়েক মাস পর আজ প্রকাশ্যে সরকারি প্রোগ্রামে এলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

ঝাড়গ্রাম, ১৩ অক্টোবর, ২০২০ঃ   দীর্ঘ কয়েক মাস সরকারি কিংবা নিজের দলের ব্যানারে প্রোগ্রামে দেখা যায় না রাজ্যের তিনটি দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ঝাড়গ্রামে সরকারি প্রোগ্রামের ফ্লাক্সে নাম থাকলেও সেখানেও দূরত্ব বজায় রেখেছিলেন মন্ত্রী। কিন্তু সরকারি প্রোগ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে একটি সংস্থার প্রোগ্রামে দেখা যায় মন্ত্রীকে।

আরও পড়ুন ভেলোরে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পে মিলবে এই সুবিধা

আজ সরকারি প্রোগ্রামের একই মঞ্চে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার ও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী সাংসদ দিব্যেন্দু অধিকারি জেলা সভাধিপতি দেবব্রত দাসদের দেখা যায়। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সমন্বয় সভা এবং পুজো গাইড ম্যাপ উদ্বোধন ও পূজা কমিটিদের গাইডলাইন প্রকাশ করেন। মঞ্চের মধ্যমণি ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীর বক্তৃতা দেওয়ার সময় বারবার ডিসিপ্লিন বজায় রাখা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করতে দেখা যায়। মন্ত্রী শুভেন্দু অধিকারী কে সহকারী প্রোগ্রামার দেখে মন্ত্রীর অনুগামীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে। কারণ মন্ত্রী কয়েক মাস পর ক্রমশ প্রকাশ্যে আসছেন এবং সহকারী প্রোগ্রামার দেখা যাচ্ছে।