TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পাখির চোখ ২০২৪, লড়াইয়ে অসমে টার্গেট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অসমের মাটিতেও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। ২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বুধবার অসমের মাটিতে দাঁড়িয়ে টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, লক্ষ্য ২০২৪। আগামী লোকসভা নির্বাচনে অসমে ১৪ টি আসনের মধ্যে ১০ টি আসন তৃণমূলকে জিততে হবে। অসমে তৃণমূল যদিও আগেও লড়াই করেছে তবে এবারের লড়াই একটু হলেও অন্যরকম। আগামী ২ বছর কঠোর পরিশ্রম করতে হবে। বিজেপিকে উপড়ে না ফেলা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস বলেই জানিয়ে দিলেন তিনি।

ঘূর্ণিঝড় ‘অশনি’-র প্রভাবে গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা

বুধবার অসম গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এক দলীয় সভায় উপস্থিত হয়ে বিজেপিকে কড়া ভাষায় তোপ দাগার পাশাপাশি নেতা-কর্মীদের মধ্যে লড়াইয়ের মন্ত্র দিয়ে দিলেন অভিষেক। তিনি বলেন, “রিপুন বোরা তৃণমূলে যোগ দেওয়ার পর অসমের মাটিতে কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। আমাদের লক্ষ্য আগামী লোকসভা নির্বাচনে ১৪ টি আসনের মধ্যে ১০ টি আসনে জিততে হবে। তার জন্য আগামী ২ বছর আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। বিজেপিকে উপড়ে না ফেলা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তৃণমূল। বুথে বুথে মাটি কামড়ে লড়াই করতে হবে।”