TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এগারো টাকায় সিনেমা? গল্প হলেও সত্যি

বঙ্গ নিউস, ১৬ অক্টোবর, ২০২০ঃ মাত্র এগারো টাকায় সিনেমা? করোনাকালে খুলছে সিনেমা হল। শঙ্কা আর বিনোদনের টানাপোড়েনে দর্শককে হলমুখী করতে এক অভিনব উদ্যোগ নিল শ্রীভেঙ্কটেশ। শহর এবং জেলায় তাদের যতগুলি সিনেমাহল রয়েছে, তাদের মধ্যে বাছাই করা কয়েকটি হলে এগারোটাকার টিকিট কাটার সুযোগ। টানা একসপ্তাহ। আর দেখাও যাবে বক্স অফিস মাত করা সব ছবি।
মোট ১৬টি স্ক্রিনের জন্য এই সুযোগ নিয়ে আসছে শ্রীভেঙ্কটেশ। মগরা, নরেন্দ্রপুর, কৃষ্ণনগর, বারুইপুরের শ্রীভেঙ্কটেশের প্রেক্ষাগৃহে বিভিন্ন শোয়ে দেখা যাবে এগারোটাকার সিনেমা।

আরও পড়ুন শহরের বড় পুজো দেখতে ই-পাস, নির্দিষ্ট সময়েই দেখা যাবে ঠাকুর

কোন কোন সিনেমা থাকছে?
প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোরে’, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘গুমনামী’, আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী অভিনীত ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, পরমব্রত চট্টোপাধ্যায়-অনির্বাণ ভট্টাচার্যদের ‘দ্বিতীয় পুরুষ’, ধৃতিমান চট্টোপাধ্যায় অভিনীত ‘প্রফেসর শঙ্কু’,অক্ষয় কুমার-বিদ্যা বালান অভিনীত ‘মিশন মঙ্গল’।
পুজোর মুখে সিনেমাপ্রেমী দর্শকদের আবারও হলমুখী করানোর এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।