Home Onno Pujo 2020 শহরের বড় পুজো দেখতে ই-পাস, নির্দিষ্ট সময়েই দেখা যাবে ঠাকুর

শহরের বড় পুজো দেখতে ই-পাস, নির্দিষ্ট সময়েই দেখা যাবে ঠাকুর

by banganews

কলকাতা, ১৬ অক্টোবর, ২০২০ঃ আলোচনামাফিকই এল সিদ্ধান্ত। অবশেষে চালু হল দুর্গাপুজোর ই পাস। ফোরাম ফর দুর্গোৎসব এই ই পাস দিচ্ছে কলকাতার চল্লিশটি পুজোর জন্য। শহরের পুজোগুলিকে উত্তর এবং দক্ষিণ, দু ভাগে বিভক্ত করেছে ফোরাম। তাদের মধ্যে দক্ষিণ কলকাতার তেইশটি এবং উত্তর কলকাতার আঠেরোটি পুজো রয়েছে।

আরও পড়ুন করোনা আবহে জাঁকজমক ছাড়াই মায়ের আবাহনে পঁচেটগড় রাজবাড়ি

ই পাসে নির্দিষ্ট করে দেওয়া হবে টাইম স্লট। গোটা দিনকে দু ঘণ্টা করে বারোটি স্লটে ভাঙা হয়েছে। প্রতিটি জোনের জন্য দু ঘণ্টার স্লট থাকবে। মণ্ডপে ভিড় এড়াতে এই ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফোরাম।
কীভাবে পাবেন এই পাস?
নির্দিষ্ট জোনে কোন কোন ঠাকুর দেখতে চান, তা জানাতে হবে। তারপর মোবাইল নম্বর নথিভুক্ত করে ই পাস সংগ্রহ করতে হবে ফোরামের ওয়েবসাইট থেকে। এই ই পাস ছাড়া ফোরামের নির্দিষ্ট করা চল্লিশটি জনপ্রিয় মণ্ডপে প্রবেশাধিকার মিলবে না।
কিন্তু এই ই পাসে মণ্ডপে ভিড় কমলেও রাস্তায় ভিড় কমবে কি? প্রশ্ন থেকেই যাচ্ছে।

You may also like

Leave a Reply!