TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করার জন্য আলোচনা করছেন রবার্ট প্যাটিনশন এবং জন ডেভিড ওয়াশিংটন ।

বিশ্ব রাজনীতিতে তৈরী হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আবহ এমনই খবর চঞ্চল হয়ে তা বন্ধ করার জন্য আলোচনা করছেন রবার্ট প্যাটিনশন এবং জন ডেভিড ওয়াশিংটন । তার মাঝে হঠাৎ দেখা যাচ্ছে ডিম্পলক কাপাডিয়াকেও। সম্প্রতি মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের পরবর্তী ছবি ‘টেনেট’এর ট্রেলার। এই ছবিতে সত্যিকারের প্লেন নিয়ে একটি এক্সিডেন্ট এর দৃশ্য আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে হইচই ফেলেছে। প্রসঙ্গত, চলচ্চিত্রপ্রেমীরা অনেকেই জানেন কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে না নিয়েও রোমহর্ষক দৃশ্যের চিত্রায়ন করতে নোলানের জুড়ি নেই। ‘ডানকার্ক’ ছবিতেও তিনি সত্যিকারের প্লেন নিয়ে শুটিং করেছেন। তবে এবার প্লেন নিয়ে সত্যি কারের অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে পাবে দর্শকরা। ‘টেনেট’ এর প্রধান অভিনেতা জর্জ ডেভিড ওয়াশিংটন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন বিমান দুর্ঘটনার দৃশ্য টি শুটিং নিয়ে আমরা সকলেই উৎকণ্ঠিত ছিলাম। কিন্তু শেষমেশ দৃশ্যটি খুব ভালো ভাবেই টেক করা হয়েছিল।

আরো পড়ুনঃ মিঠুনের ছেলের ছবির পোস্টার লঞ্চ করলেন সলমন

নোলানের সিনেমা মানেই টাইম ট্রাভেল এবং অ্যাকশন দৃশ্যের সাজানো নিয়ে বিশেষ আলোচনা। ট্রেলারের ঝলকেই বোঝা গেছে এই সিনেমাটিও ভক্তদের হতাশ করবে না একেবারেই । কেবলমাত্র স্থলপথে নয় চলছে আকাশপথেও। টেনেট সম্পর্কে পরিচালক সুজয় ঘোষ , অনিল কাপুরসহ আরো অনেকেই টুইট করে জানিয়েছেন সিনেমাটি নিয়ে তারা অপেক্ষায় আছেন । অনিল কাপুর লিখেছেন – আর পাঁচজনের মতোই তিনিও অপেক্ষা করে আছেন সিনেমাটি কবে মুক্তি পাবে সেই নিয়ে। বিশ্ব জুড়ে করোনার কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে গেলেও পরিচালক আমাদের আশ্বস্ত করেছেন এটি বড়ো পর্দাতেই দেখা যাবে । রবার্ট প্যাটিনশন মজা করে বলেছেন – এই সিনেমা বড় পর্দাতে দেখতে না পেলে ভক্তড়াই তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে

আরো পড়ুনঃ বিনামূল্যে ২০ জুন পর্যন্ত ব্রডব্র্যান্ড পরিষেবা দেবে বিসএনএল