TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কাজিরাঙা থেকে বক্সায় আসছে ৬ টি বাঘ

উত্তরবঙ্গ, ১ আগস্ট, ২০২০: বক্সায় বাঘের সংখ্যা বাড়াতে উদ্যোগ নিলো পশ্চিমবঙ্গের বন দফতর। সূত্র থেকে জানা গিয়েছে, অসমের কাজিরাঙা অভয়ারণ্য থেকে ছয়টি বাঘ আনা হবে। শনিবার চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন রবিকান্ত সাহা জানিয়েছেন, ইতিমধ্যেই কাজিরাঙা থেকে বাঘ আনার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গের বক্সা ব্যঘ্র প্রকল্পে সম্প্রতি ক্যামেরায় ২টি বাঘের ছবি ধরা পড়েছে। তবে বাঘসুমারিতে বক্সায় কোনও বাঘ নেই বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন জালিয়াতির পাণ্ডা পাকড়াও, উদ্ধার কয়েক কোটির সাপের বিষ

বক্সায় বাঘের সংখ্যা বাড়াতে তাই এবার অন্য জায়গা থেকে বাঘ ছাড়তে চলেছে বনদফতর। জানা গিয়েছে, কাজিরাঙা আর বক্সার পরিবেশ এক। ফলে ওই চারটি বাঘের পরিবেশের সঙ্গে মানাতে কোনো অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। বক্সায় বাঘ রয়েছে কি না তা নিয়ে বিতর্ক আছে। অনেকেই বক্সায় বাঘ দেখার দাবি করলেও এতদিন কোনও প্রমাণ ছিল না বনদফতরের আধিকারিকদের কাছে।

আরও পড়ুন অমিতাভ বচ্চন শেয়ার করলেন গিরের বাসিন্দাদের সাহসিকতার দৃশ্য

বন দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ৭৪০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত বক্সা টাইগার রিজার্ভ। এই এলাকায় প্রায় ৭৩ রকমের স্তন্যপায়ী বাস করে। যার মধ্যে লেপার্ড, চিতল হরিণ ও বন্য শুয়োর আছে।