TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সকালে খালি পেটে খান এই ৬ টি ভেষজ, বছরভর সুস্থ থাকুন

শুধু করোনাই নয়, সবরকম অসুখ থেকে বাঁচতে আগে যেটা দরকার, সেটা হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইম্যিউনিটি বাড়িয়ে তোলা! বিশেষজ্ঞরা বলছেন, সকালে খালি পেটে এই ক’টা ভেষজ খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বছরভর সুস্থ থাকবেন, ঘনঘন ডাক্তারের কাছে ছুটতে হবে না। ত্রিফলা: আমলকী, হরিতকি এবং বহেরা-র চূর্ণ একসঙ্গে মিশিয়ে তৈরি হয় ত্রিফলা। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিড্যাটিভ এবং ল্যাক্সেটিভ বৈশিষ্ট্য। রোজ সকালে খালিপেটে ত্রিফলা খেলে আপনার ইম্যিউনিটি তড়তড়িয়ে বাড়বে! তুলসী শক্তিশালী জীবাণুনাশক ।

 

রাজ্যপালের টুইটে বদলে গেল হরিচাঁদ ঠাকুরের নাম, নেটদুনিয়ায় বিতর্ক

এতে ফাইটোকেমিক্যাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে যা আমাদের শরীরে জীবাণু, ব্যাকটিরিয়া এবং ভাইরাস প্রবেশ করার মুহুর্তে সনাক্ত করে এবং তাদের মেরে ফেলে। শরীরের অনাক্রম্যতা বৃদ্ধি করতে তুলসীর জুড়ি মেলা ভার। নিয়মিত খালি পেটে আমলকী খাওয়া শুরু করুন, আর দেখুন ম্যাজিক! আমলকী ভরপুর ভিটামিন সি, বিটা-ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট-এ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।