TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কাশ্মীরে এনকাউন্টার, মৃত ২ জঙ্গি, পলাতক ১, শিশুহত্যা  

হাইলাইটস
জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাস দমনে মিলল সাফল্য। মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ৩ জঙ্গিকে শায়েস্তা করেন  নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। দীর্ঘক্ষণ চলে সেনা-জঙ্গি গুলির লড়াই। শেষপর্যন্ত নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে খতম হয় ২ জঙ্গি। কিন্তু ১ জঙ্গি পালাতে সক্ষম হয়। তৃতীয় যে জঙ্গি নাগাল ফসকে পালিয়ে যায়,  মনে করা হচ্ছে সে গত সপ্তাহে সিআরপিএফের (CRPF) উপর হওয়া জঙ্গি হামলার শরীক ছিল। ওই গোলাগুলি চলার সময়েই জঙ্গিদের গুলিতে ৬ বছরের একটি শিশুর মৃত্যু হয়। যে জঙ্গি পালিয়েছে, অনুমান শিশুটিকে গুলি করে হত্যা করেছিল সেই-ই।
আরও পড়ুন : ফের ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর 
গোয়েন্দা সূত্রে খবর মেলে যে ওয়াঘামা গ্রামের কাছে একজায়গায় জঙ্গি কার্যকলাপ চালানোর জাল বুনছে কিছু জঙ্গি, তারপরেই অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। “দুই জঙ্গি খতম হলেও জিহাদ দাস নামে এক জঙ্গি পালাতে সক্ষম হয়েছে”, বলেন এক পুলিশ কর্তা। সোমবারই অনন্তনাগের খুলচোহর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম করা সম্ভব হয় অন্য ৩ জঙ্গিকে।জম্মু-কাশ্মীরে খতম ২ জঙ্গি, তবে পলাতক আরও ১, যার বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ।