TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সমাপ্ত হল তিন দিনব্যাপী ত্রয়োদশ এপিজে কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল

সম্পূর্ণ রূপে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ত্রয়োদশ এপিজে কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল সমাপ্ত হল রবিবার। তিন দিনব্যাপী এই লিটারারি ফেস্টিভ্যালে ২৪ টিরও বেশি সেশন অনুষ্ঠিত হয়েছে। এ বছরের লিটারারি ফেস্টিভ্যাল ঐতিহাসিক অক্সফোর্ড বুকস্টোরের শতবর্ষ উদযাপনের সূচনাও করেছে। প্রখ্যাত জাতীয় ও আন্তর্জাতিক লেখক, কবি, সাংবাদিক, সোশ্যাল ইনফ্লুয়েন্সার আর বলিউড অভিনেতাদের মিলিয়ে প্রায় ৫০ জন খ্যাতনামা ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এই তিনদিনব্যাপী সাহিত্য উৎসবে।

এই সাহিত্য ও কলার তিন দিনের মিলনক্ষেত্রে বিভিন্ন বিচিত্র বিষয়ের উপর সেশন আয়োজন করা হয়েছে। যার মধ্যে প্রথম দিনে ছিল প্রখ্যাত পুরাণবিদ দেবদূত পট্টনায়ক-এর ‘দ্য মিথ ইন মাইথোলজি’, ফুড ব্লগার ইন্দ্রজিৎ লাহিড়ী এবং রেডিও ব্যক্তিত্ব মীর-এর উপস্থিতিতে ‘আরও ফুড কাহিনি, প্রবীণ সাংবাদিক রুচিরা গুপ্তর সঙ্গে কথোপকথনে প্রখ্যাত শেফ বিকাশ খান্নার ফিড ইন্ডিয়া ইনিশিয়েটিভ। এ ছাড়াও ছিল অক্সফোর্ড বুকস্টোর বুককভার পুরস্কারের ২০২২-এর সংস্করণের সংক্ষিপ্ত তালিকার ঘোষণা যেখানে উপস্থিত ছিলেন এপিজে সুরেন্দ্র গ্রুপ এবং অক্সফোর্ড বুকস্টোরস-এর ডিরেক্টর প্রীতি পল, জনপ্রিয় লেখিকা শোভা দে, সাংসদ ড. শশী থারুর ও অন্যান্যরা।

 

দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য সেশনগুলির মধ্যে ছিল, বিখ্যাত সাংবাদিক ভীর সাঙ্ঘভি এবং সীমা গোস্বামীর সঙ্গে ‘আনফিল্টারড’ সেশন; শোভা দে-এর সাম্প্রতিক প্রকাশিত বই ‘লকডাউন লিয়াসনস’ নিয়ে আলোচনা। এই বইটিতে লেখিকা দেখিয়েছেন কীভাবে কোভিড-১৯-এর জন্য অগুনতি মানুষের মনের ওপর কি অস্বাভাবিক প্রভাব বিস্তার করেছে যাঁরা এর জন্য একেবারেই প্রস্তুত ছিলেননা। অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেনের বাবা চিদানন্দ দাশগুপ্তকে ঘিরে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল যিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ। এছাড়াও তিনি ১৯৪৭ সালে সত্যজিৎ রায়ের সঙ্গে কলকাতা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতাদেরও অন্যতম ছিলেন। “রাজ কাপুর- দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক”-এর সেশনে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাহুল রাওয়াইল এক অবিস্মরণীয় স্মৃতিকথা তুলে ধরেছেন যেটি আর.কে স্টুডিওতে কাটানো তাঁর দিনগুলির এক অপূর্ব বর্ণনা। এই স্টুডিওতেই তাঁকে লালন-পালন করা হয়েছিল এবং তিনি সমস্ত কিছুই শিখেছিলেন তাঁর গুরু রাজ কাপুরের থেকে।

প্রেমের চিরন্তন অনুভূতির প্রকাশ দীপান্বিতা সেনগুপ্তর মিউজিকাল শর্টফিল্ম ‘মনোহরণী’তে
সাহিত্য সভার শেষ দিনে অদ্বৈত কলার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা কবির বেদী। সেশনের নাম ছিল “ক্যান্ডিড অ্যান্ড কম্পেলিং – ‘স্টোরিজ আই মাস্ট টেল’। বলিউড অভিনেতা তুষার কাপুর এবং অভিনেতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক জুগল হংসরাজ উপস্থিত ছিলেন ‘সেলিব্রিটি ড্যাডস, বলিউড এবং এন্ড মোর’ সেশনে। ‘দি আদার ল্যাঙ্গুয়েজ: ফিউচার অফ ট্রান্সলেশন-এ উপস্থিত ছিলেন আইরিন ফ্রেইন এবং অরুণাভ সিংহ, এই সেশনটির উপস্থাপনায় ছিল ইনস্টিটিউট ফ্রাঁসিস ইন্ডিয়া।