TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

নতুন বছরে জামা জুতোয় চাপছে কেন্দ্রের অতিরিক্ত জিএসটি

এবার বাড়তে চলেছে জামাকাপড় ও জুতোর দাম।  ২০২০ এর জানুয়ারি থেকে জামাকাপড় এবং জুতোর ওপর অতিরিক্ত  জিএসটি বসাতে চলেছে কেন্দ্র।

 

 

এতদিন ৫ শতাংশ জি এস টি দিতে হত৷ এবার তা  বাড়িয়ে ১২ শতাংশ করা হচ্ছে।  পণ্য ও পরিষেবা কর বাড়ছে৷  ১৮ ই নভেম্বর সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অন্ড কাস্টমস এ এই ঘোষণা করেছে।

 

 

২০২২ এর জানুয়ারি থেকে সুতি বস্ত্রের ৫ শতাংশ থেকে বেড়ে হবে ১২ শতাংশ।   আগে ১০০০ টাকা পর্যন্ত দ্রব্যমূল্যের জিনিসের কেনাকাটার ক্ষেত্রে ৫% জিএসটি নেওয়া হত।

 

 

এবার থেকে যেকোন মূল্যে বছরের উপরে ১২% জিএসটি বসবে৷  জানুয়ারি মাস থেকে যেকোন জিনিস কিনলেই 12% জিএসটি দিতে হবে।

 

 

কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়েছেন ক্ষোভ  প্রকাশ করা হয়েছে।  বিশেষ করে প্যাকিং সামগ্রী, সুতো কেনার খরচ এবং মালবাহী পণ্যের দাম বৃদ্ধির কারণে বস্ত্রশিল্প ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির জন্য ঝুঁকির মুখে৷

দিক পরিবর্তন করে বাংলা অভিমুখে জাওয়াদ, দেখে নিন কোন জেলায় কখন প্রভাব শুরু

তার মধ্যে এই বর্ধিত কর যে এই শিল্পকে আরো ভাঙ্গনের মুখে ফেলে দেবে তা বলার অপেক্ষা রাখে না।