TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

১২ মে থেকে শুরু হল রেল যাত্রা

আগামী ১২ মে হতে চলেছে রেল এর সব থেকে বড়ো ডিসিশন। যার ওপর তাকিয়ে ছিল গোটা দেশ। জায়গায় জাগায় পরিযায়ী শ্রমিক মৃত্যুর হার দিন দিন বেড়েই যাচ্ছিলো।
কিছুদিন আগেই রেল লাইন এ শ্রমিক মৃত্যুর ঘটনা সবাই কে নাড়িয়ে দেয়।

এ ছাড়া প্রচুর মানুষ পায়ে হেঁটে বাড়ি যেতে গিয়ে মৃত্যুর মুখে চলে গেছে। তার মধ্যে অনেক শিশু ও আছে। না খেয়ে অপুষ্টির শিকার হতে হয়েছে বহু শিশু কে জল এর অভাবে বাড়ির কাছে এসেও প্রাণ হারাতে হয়েছে একটি শিশু কে।  তাই অবশেষে সরকার এই সিদ্ধান্ত নিলেন যে রেল ব্যবস্থা চালু করা হবে। দিল্লী থেকে চালানো হবে রেল।

মোট পনেরো টি শহরে চালানো হবে রেল। দিল্লী থেকে হাওড়া ভূবনেশ্বর ডিবর্উগর আগরতলা পাটনা বিলাসপুর রাচী অবধি চলবে। সেকেন্দরাবাদ মুম্বই অমেদাবাদ জম্মু পৌঁছবে প্রচুর প্রবাসী শ্রমিক। ১১ মে বিকেল চার তে থেকে শুরু হয়েছে অনলাইন বুকিং। তৎকালীন কোনো সুবিধা হবে না। এজেন্ট দ্বারা বুকিং হবে না।

মোট তিন শো টি ট্রেন চালু হবে। ২০০০ টি কোচ ব্যবহার করা যাবে না। থারমাল স্ক্রিন করিয়ে তবেই স্টেশন এ প্রবেশ করানো হবে। যাত্রার সময়ে অবশ্যই মাকস পড়তে হবে। যে কামরায় আইসোলেশন ব্যবস্থা আছে শুধু সেই কামরা তে যাত্রী উঠবে।সব কটি কামরা তে যাত্রী তোলা হবে না।

এই ভাবেই রাজ্যে পৌঁছে যাবে হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা বিদেশে দিনের পর দিন আটকে আছেন।