TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আপনিও

আগামীকাল ভারতবর্ষের স্বাধীনতা দিবস এদিন স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হতে চলেছে । তাই ভারত সরকার এই বছর স্বাধীনতা দিবসকে বিশেষভাবে উদযাপন করতে উদ্যোগ নিয়েছেন।  এই বছরের স্বাধীনতা দিবসকে আজাদী কা অমরুৎ মহোৎসব হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়েছে।  দেশবাসীর জন্য রয়েছে একটি দারুণ সুখবর।  জাতীয় সংগীত গাওয়ার ভিডিও শেয়ার করতে বলা হয়েছেন৷

My Gov India -র অফিশিয়াল ইউটিউব পেজ ‘লেটস আস সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম’ শিরোনামে একটি ভিডিও তৈরি করেছে, যেখানে কিভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার এই উৎসবে অংশগ্রহণ করা যাবে সে সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে৷

জাতীয় সঙ্গীত গাওয়ার ভিডিওটি রেকর্ড করে, আপনি অফিসিয়াল ওয়েবসাইট Rastragaan.in এ আপলোড করতে পারেন। একা অথবা সম্মিলিতভাবে গাইতে পারেন৷

ওয়েবসাইটে জানানো হয়েছে,   জাতীয় সংগীত গাওয়ার ভিডিওটির সংকলন ১৫ আগস্ট ২০২১ -এ সরাসরি দেখানো হবে।  নিজের মাতৃভাষায় জাতীয় সঙ্গীত গাইতে পারেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি ফর্ম ফিল আপ  করতে হবে। তারপর  ভিডিও রেকর্ড করে আপলোড করতে পারবে।

প্রত্যেক অংশগ্রহণকারী এই প্রক্রিয়া সম্পন্ন করার পর একটি শংসাপত্র পাবেন। টিভি, রেডিও, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেরা ১০ টি ভিডিও নির্বাচন করা হবে।

করোনা মহামারীর জেরে নানারকম বিধিনিষেধ রয়েছে৷ একজায়াগায় জমায়েত করে আগের মত আর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা সম্ভব নয় এখন৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ কিন্তু এই স্বাধীনতার দিবসের উত্‍সাহে  যেন ঘাটতি না হয়, বাড়ি বসেও যাতে দেশবাসী অনুষ্ঠানে অংশ নিতে পারেন তাই এই ভাবনা৷