TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

৩৬ কোটিতে নিলাম বিশ্বের সবথেকে দামি ভেড়া ‘ডবল ডায়মন্ড’

স্কটল্যান্ড, ৩১ অগাস্ট, ২০২০ঃ বিশ্বের সবথেকে দামি ভেড়া ‘ডবল ডায়মন্ড’ বিক্রি হল নিলামে। দাম উঠেছে ৩৬ কোটি টাকা। এই সপ্তাহেই স্কটল্যান্ডে বাদামি রঙের টেক্সেল প্রজাতির এই ভেড়ার নিলাম হয় ।
টেক্সেল শিপ সোসাইটি জানিয়েছে, এই টেক্সেল প্রজাতির ভেড়া সবথেকে উৎকৃষ্ট। তাদের মাংসও নাকি খুব সুস্বাদু।
স্কটল্যান্ডে টেক্সেল শিপ সোসাইটির তরফে মাঝেমধ্যেই এই রকম ভেড়াদের নিলাম করা হয়।
আরও পড়ুন আজ রাজ্যে পূর্ণ লকডাউন, কড়া পুলিশ প্রশাসন
ডবল ডায়মন্ডের নিলামের শুরুতে দাম রাখা হয় সাড়ে ৯ লাখ টাকা।  দাম বাড়তে বাড়তে ৩৬ কোটি টাকায় পোঁছে যায়। তিনটি ফার্ম মিলে একসঙ্গে কেনে ভেড়াটিকে। এটা অন্য আর পাঁচটা ব্যবসার মতোই।
 ২০০৯ সালে সাড়ে ২২ লাখ টাকায় ডেভেরোনভেল পারফেকশন নামের একটি ভেড়া বিক্রির রেকর্ড ছিল। ১১ বছর পর সেই রেকর্ড ভেঙে দিল ডবল ডায়মন্ড।