TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ফোন ধরেই হ্যালো কেন বলা হয়?

বঙ্গ নিউস, ১১ অক্টোবর, ২০২০ঃ টেলিফোন বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার। টেইলফোনের বিভিন্ন পর্যায় পেরিয়ে আজকের এই মোবাইল। টেলিফোন আবিষ্কারের কথা কম বেশি সকলেরই জানা। কিন্তু কেন বলা হয় হ্যালো?

আলেকজান্ডার গ্রাহাম বেল স্কটল্যান্ডে এডেনবার্গে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার প্রতিভার ছাপ রেখেছেন। তাঁর মা এবং স্ত্রী দুজনেই ছিলেন বধির। তাই তিনি শ্রবণ শক্তি সম্পর্কিত ডিভাইস নিয়ে কাজ করতে থাকেন। একসময় তৈরি করেন টেলিফোন৷

আরও পড়ুন দিনে ১০ লিটার অক্সিজেন লাগছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের

কিন্তু এর সঙ্গে হ্যালোর কী সম্পর্ক? গ্রাহাম বেল টেলিফোন তৈরি করে প্রথম যে শব্দটি বলেছিলেন তা হল হ্যালো৷ কেন তিনি হ্যালো বলেছিলেন৷ মার্গারেট হ্যালো ছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেলের গার্লফ্রেন্ড। তাই গ্রাহাম বেল তার আবিস্কারের পর প্রথম তার ভালোবাসার মানুষের নাম উচ্চারণ করেছিলেন। সেইসঙ্গে তার ভালোবাসার মানুষটিকে বিশ্বে পরিচিত করান৷ টেলিফোন যতদিন থাকবে ততদিন মার্গারেট হ্যালো বেঁচে থাকবেন মানুষের মুখে মুখে।