TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আজ গুগল ডুডলে ক্লিক করলেই পিৎজা, জেনে নিন কেন এই সেলিব্রেশন

আজ গুগল জুড়ে শুধুই পিৎজা। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যেখান থেকে খুশি গুগল খুলুন সবেতেই আজ পছন্দের খাবার পিৎজা। মজার বিষয় শুধু দেখাই নয় গুগল ডুডলে খেলা যাচ্ছে পিৎজার দুর্দান্ত মজাদার গেম পিৎজা পাজেল।

 

প্লে বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার সামনে চলে আসবে একটি পিৎজা। এবার সেটিকে পিৎজার আকারে কেটে নিতে হবে। যত বেশি টুকরোতে আপনি পিৎজা কাটতে পারবেন, গেমের শেষে তত বেশি মানুষ খেতেও পাবেন।

 

পিৎজা কাটার পর সেই পিৎজার কাটা টুকরো নিয়ে কাড়াকাড়িও দেখতে পাবেন। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ খেলেও ফেলেছেন এই পিৎজা গেম।

 

 

কিন্তু গুগল ডুডল হঠাৎ পিৎজা নিয়ে মেতে উঠল কেন? এই প্রশ্নের উত্তরও দিয়েছে গুগল। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৭ সালে আজকের দিনেই ইউনেস্কোর পক্ষ থেকে ‘দ্য কালিনারি আর্ট অফ নেপোলিটান পিৎজাউলো’র সূচনা হয়েছিল।

 

কী এই ‘দ্য আর্ট অফ নেপোলিটান পিৎজাউলো’? তথ্য থেকে
জানা যাচ্ছে, নেপলসে কাঠের উনানে চারটি পদ্ধতিতে ধাপে ডো বেক করে তৈরি হত পিৎজা।

জানুয়ারিতে আসছে দুয়ারে সরকার, যোগ হচ্ছে নতুন দুই প্রকল্প

এই পদ্ধতিই এখনও সারা বিশ্বে জনপ্রিয়। তাই বিশ্বের সবথেকে জনপ্রিয় খাবার পিৎজাকে নিয়ে সেলিব্রেট করছে গুগল ডুডল।