TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কে পেল প্রথম স্থান? দেখে নিন আপনার পছন্দের ধারাবাহিকের নম্বর

সন্ধ্যে হলেই চায়ের কাপ আর পছন্দের ধারাবাহিক। বাঙালির নিত্য রুটিন। এমনকি ধারাবাহিকের গল্প নিয়েও চলে তুমুল আলোচনা। পছন্দের চরিত্র নিয়ে চলে তর্ক বিতর্কও। ব্যক্তি বিশেষে বদলে যায় পছন্দের চ্যানেলও। এই ক্রেজ ধরে রাখতে তাই চ্যানেল গুলোর মধ্যেও তুমুল রেষারেষি। বাংলা চ্যানেল স্টার জলসা, জি বাংলা ও কালার্স বাংলার মধ্যেও রয়েছে এই লড়াই। এই সপ্তাহের টি আর পি লিস্ট প্রকাশ পেয়েছে। দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক এগিয়ে আর কোন ধারাবাহিক একবারেই রেসের বাইরে।

জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’ বেশ কয়েক সপ্তাহ ধরেই লাগাতার শীর্ষে। বোঝাই যাচ্ছে গল্পের দুষ্ট মিষ্টি খুনসুটি দিয়ে দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে মোদক পরিবার। অন্যদিকে উমা ক্রিকেটের রসায়ন দিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে। তৃতীয় নম্বরে রয়েছে অপরাজিতা অপু। চলুন দেখে নেওয়া যাক টি আর পি অনুযায়ী লিস্ট:

১. মিঠাই – ১১.২
২. উমা – ৯.৩
৩. অপরাজিতা অপু – ৪.৪
৪. যমুনা ঢাকি – ৮.৫
৫. খুকুমণি হোম ডেলিভারি ও সর্বজয়া – ৮.৪
৬. রানী রাসমণি – ৭.৫
৭. বরণ ও খেলাঘর – ৭.১
৮. কৃষ্ণকলি – ৭.০
৯. খড়কুটো ও কড়ি খেলা – ৬.৭
১০. ধুলোকণা ও মন ফাগুন – ৬.৬
১১. এই পথ যদি না শেষ হয় – ৬.৫
১২. শ্রীময়ী ও গঙ্গারাম – ৬.২
১৩. আয় তবে সহচরী ও মহাপীঠ তারাপীঠ – ৫.৯
১৪. জীবন সাথী – ৪.৩
১৫. গ্রামের রাণী বীণাপাণি – ৩.৪
১৬. সাঁঝের বাতি – ২.৫
১৭. সন্তোষী মা – ২.৪
১৮. শ্রীকৃষ্ণ ভক্ত মীরা – ২.১
১৯. যোধা আকবর – ০.৮

 

বাড়ি বাড়ি গিয়ে সাপ দেখিয়ে নতুন প্রতারণা

রিয়্যালিটি শো

১. দাদাগিরি – ৭.৫
২. ড্যান্স বাংলা ড্যান্স – ৬.৩
৩. দিদি নাম্বার ওয়ান – ৪.৭
৪. সুপার সিঙ্গার – ৩.৬
৫. রান্নাঘর – ১.৪