TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

‘জলে যাবে করোনা’, দাবি রুশ বিজ্ঞানীদের

মস্কো, ২ আগস্ট, ২০২০: মাত্র ২৪ ঘণ্টাতেই নির্মূল হবে নব্বই শতাংশ করোনা ভাইরাস। তাও আবার সাধারণ জলে। সম্প্রতি এমনই দাবি করেছেন রুশ বিজ্ঞানীদের একাংশ।

সম্প্রতি সাইবেরিয়ার ‘নভোসিবির্স্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভিরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি’-র একদল বিজ্ঞানী দাবি করেছেন, করোনা ভাইরাসকে জব্দ করতে পারে সাধারণ জলই। সম্প্রতি রুশ সংবাদমাধ্যম স্পুটনিক-এ প্রকাশিত প্রতিবেদনে এবিষয়ে বলা হয়েছে, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা জলের সংস্পর্শে এলে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৯০ শতাংশ ভাইরাস সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।

আরও পড়ুন :  বিধি মানলে ভয় নেই সংক্রমণের, চালু হতে পারে ট্রেন ; দাবি বিজ্ঞানীদের

তিন দিন ধরে এ বিষয়ে পর্যবেক্ষণ চালানোর পর রুশ বিজ্ঞানীদের বক্তব্য, জলের সংস্পর্শে ৭২ ঘণ্টায় প্রায় ৯৯.৯ শতাংশ ভাইরাস নষ্ট হয়ে যায়। তাঁদের আরও দাবি, ফুটন্ত জলের সংস্পর্শে এলে করোনা ভাইরাস মুহুর্তের মধ্যেই সম্পূর্ণ রূপে নিশ্চিহ্ন হয়ে যায়।
এই গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, নোনা জলে করোনাভাইরাস বংশবৃদ্ধি ঘটাতে পারে না, কিছুক্ষণ পর্যন্ত সক্রিয় থাকতে পারে মাত্র। জলের তাপমাত্রা যত বেশি থাকবে, ততই কমবে ভাইরাসের আয়ু।