TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ছটপুজোয় সরকারি বিধিনিষেধ কী কী ?

আজ ছট পুজো। আজ বিকেলবেলা সূর্যাস্ত এর পর থেকে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত পুজো চলবে৷ করোনা আবহে আদালতের নির্দেশে এবার ছটপুজোয় মানতে হবে নানারকম নিয়ম। কলকাতার রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো নিষিদ্ধ৷ রাজ্য সরকার বাড়িতে থেকে জমায়েত না করে পুজো পালনের আবেদন জানিয়েছেন৷ আজ নির্জলা থেকে আগামীকাল সূর্যোদয়ের পর পুজো শেষ করে ব্রত শেষে ফল গুড় খাবেন৷ রাজ্য বিশেষে এই পুজোতে বিধিনিষেধ ভিন্ন৷ দিল্লির সরকার সমস্ত জেলাশাসক পুলিশকে নির্দেশ দিয়েছেন, মন্দির বা জলাশয় ছটপালন করা যাবে না হয়।

পোস্ট অফিসে অ্যাকাউন্ট ট্রান্সফার এর নিয়ম বদল

বিহারে অন্যতম বড় উৎসব ছট৷ বিহার প্রশাসন জানিয়েছে ১০ বছরের কম বয়স্ক শিশু, বৃদ্ধ, অসুস্থ কাউকে ঘাটে নিয়ে আসা যাবে না। ঝাড়খণ্ড সরকার নদীর ধারে গিয়ে ব্রত পালনের অনুমতি দিলেও বাজি পোড়ানো এবং নদীর ধারে স্টল তৈরির বিষয় নিষেধাজ্ঞা জারি করেছেন৷ উত্তরপ্রদেশ সরকার জলাশয়ে গিয়ে ছট পালনের অনুমতি দেয়নি। মহারাষ্ট্রে এখন মন্দির খোলার অনুমতি দিলেও জলাশয়ে গিয়ে ছটপুজোর অনুমতি দেয়নি মহারাষ্ট্র সরকার।