কলকাতা, ২১ নভেম্বর, ২০২০ঃ এবছরের ছটপুজো নিয়ে আদালত রায় দিয়েছিল, সুভাষ সরোবর আর রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না। প্রশাসনের তরফে শহরের বিভিন্ন জলাশয় কৃত্রিম ঘাট তৈরি করে দেওয়া হয়। দুর্গাপুজো ও কালীপুজোর পরে ছটপুজোতেও সামাজিক বিধি নিয়ন্ত্রণে সফল হল পুলিশ প্রশাসন।
আরও পড়ুন করোনা চিকিৎসায় রেমডিসিভির উপর নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আদালতের নির্দেশে আজ দুপুর পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র ও সুভাষ সরোবর। পুলিশকেও বেশ সতর্কতার সঙ্গেই দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। রবীন্দ্র সরোবরে স্থানীয়রা পুজো করতে চেয়ে বিক্ষোভ দেখালেও কড়া হাতে তা দমন করেছে পুলিশ। গতকাল থেকেই কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে দুই সরোবরকে। অ্যাসিটেন্ট কমিশনার পদমর্যাদার অফিসারও এলাকায় টহল দিয়ে গেছে। চলতি বছরে শোভাযাত্রাতেও নিষেধাজ্ঞা জারি ছিল। সবমিলিয়ে শহরকে দূষণমুক্ত রাখতে সক্ষম হয়েছে কলকাতা পুলিশ।