TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতে বদল, জেনে নিন কবে হবে পরীক্ষা

লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য বড় খবর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচিতে ফের পরিবর্তন। জয়েন্ট এন্ট্রান্সের জন্য পরীক্ষার সূচি পরিবর্তন করা হল বলেই জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। সোমবার নতুন সূচি ঘোষণা করেন তিনি।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, আগামী ১৩ এপ্রিলের পরীক্ষাটি হবে ১৮ তারিখ। ১৬ এপ্রিলের পরীক্ষাটি এগিয়ে গিয়েছে। ১৩ এপ্রিল হবে ওই পরীক্ষাটি। ১৮ এপ্রিলের পরীক্ষাটি হবে ২৫ এপ্রিল। ২০ এপ্রিলের পরীক্ষাটি হবে ২৬ তারিখ। ওইদিনই উচ্চমাধ্যমিক শেষ হবে।

 

অবশেষে স্বস্তি! ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

উচ্চমাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষেরও বেশি। গত পয়লা নভেম্বর পরীক্ষা সূচি ঘোষণা করে সংসদ। তারপরে কেন্দ্রের তরফে এই পরীক্ষা সূচি ঘোষণা হওয়ার পর বিপাকে রাজ্য। জয়েন্ট পরীক্ষাতে রাজ্য থেকেও কয়েক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। দুটি পরীক্ষা একসঙ্গে হলে সমস্যা হবে পড়ুয়াদের। তাই সব দিক মাথায় রেখে পরীক্ষার দিন পিছাল রাজ্য।