TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বর্ষার আগমনের মধ্যেও বাড়ছে আদ্রতা জনিত অস্বস্তি 

বেশ কয়েকদিন অস্বস্তির পর আবহাওয়ার পরিবর্তন ঘটাতে বাংলায় প্রবেশ করেছে বর্ষা। উত্তরবঙ্গকে পার করে এবার দক্ষিণবঙ্গের দিকে বাঁক নিচ্ছে মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে, এবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।
আরও পড়ুন : কোভিড রোগীদের উপর হাইড্রোক্সিক্লোরোকুইন ও এইচআইভির ওষুধ প্রয়োগ বন্ধ করল হু 
      রবিবার সকাল থেকেই কলকাতা শহরের আকাশ মেঘলা। শনিবার শেষ রাতে বৃষ্টিও হয়েছে এক প্রস্থ। সকাল থেকেই গুমোট গরমের বদলে একটা ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাংলার বেশ কিছু জায়গায় আজ বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন : মধ্যরাতে সীমান্তে বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে আহত ৩ বিএসএফ জওয়ান
     ওড়িশায় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে আসতে চলেছে বর্ষা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আভাস।