কলকাতা, ১৮ অগাস্ট ২০২০ : উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। তবে বাতাসের আর্দ্রতার ভাগ বেশি থাকায় গরম ও অস্বস্তি কমার কোনও লক্ষণ নেই। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর৷
বুধবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা । যার প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : আজ মঙ্গলবার, কেমন যাবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই আকাশ হালকা মেঘাচ্ছন্ন। বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আবহাওয়া দফতর জানিয়েছে, এবছর উত্তরের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও, এখনও অবধি দক্ষিণবঙ্গে তেমন কিছু হয়নি৷ উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এবছর অনেক কম।