TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দর্শকশূন্যই থাকবে পুজোমণ্ডপ, রায় বহাল হাইকোর্টে ; হবে না সিঁদুর খেলাও

এবার দর্শকশূন্য থাকবে পূজা মন্ডপ। বিজয়ার সিঁদুর খেলাতেও এবার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট৷ বড় পুজোয় প্রবেশের জন্য 60 জনের তালিকা বানাতে হবে, একসঙ্গে থাকতে পারবেন সবথেকে বেশি 45 জন।

300 বর্গমিটার এর কম এলাকায় মণ্ডপের জন্য 15 জনের তালিকা করতে হবে৷ একসঙ্গে থাকতে পারবেন দশজন৷ প্রতিদিন উদ্যোক্তা ও স্থানীয়দের নামের তালিকা আপডেট করতে হবে। ঢাকিরা থাকতে পারবেন নো এন্ট্রি জোনে৷ একসঙ্গে সমবেত হয়ে পুষ্পাঞ্জলিও দেওয়া যাবে না।

 

পুজো নিয়ে রিভিউ মামলা হাইকোর্টে, রায় পুনর্বিবেচনার আর্জি

করোনা আবহে সব পুজো মণ্ডপকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। ছোট পূজা প্যান্ডেলের শেষ সীমা থেকে 5 মিটার এবং বড় পুজোর ক্ষেত্রে 10 মিটার বাইরে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলতে হবে। ঘেরা এলাকাটিতে নো এন্ট্রি জোন হবে।

পুজো মণ্ডপ দর্শকশূন্য থাকবে বলে সোমবার কলকাতা হাইকোর্ট রায় প্রদান করেন। এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে গতকাল হাইকোর্টের দ্বারস্থ হয় ফোরাম ফর দুর্গোৎসব। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে পুজো উদ্যোক্তাদের কমিটি৷ ফোরামের বক্তব্য ছিল পুজোর প্রস্তুতি শেষ পর্যায়। এই অবস্থায় পড়ে কাঠামোগত পরিবর্তন করতে হলে সমস্যা হবে।