TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বছর শেষে উইকএন্ড ট্রিপে ঘুরে আসুন এইসব জায়গায়

বঙ্গ নিউস, ২৫ ডিসেম্বর, ২০২০ঃ আজ ২৫ ডিসেম্বর, বড়দিন। বছরের এই সময় থেকে সারাবছরের ক্লান্তি ভুলে নতুন বছরের জন্য এনার্জি সংগ্রহ করতে সকলেই প্রায় ঘুরতে যান। তাই আজ রইল কয়েকটি ঘুরতে যাওয়ার জায়গার খরচা সংক্রান্ত তথ্য৷ ঘুরতে যাওয়ার আগে বাজেট ঠিক করাও জরুরি৷

বাঙালি হর কথাতেই যায় দীঘা। তিন দিনের ছুটিতে যাওয়ার জন্য আদর্শ জায়গা৷মাথাপিছু তিনদিনের জন্য খরচ ৫ থেকে ৭ হাজার টাকা।

সমুদ্র ভালোবাসলে মন্দারমনির সমুদ্র সৈকত আদর্শ জায়গা। থাকা খাওয়া মিলে খরচ ১০ হাজার টাকা।
শান্ত নিরিবিলি জায়গা ভালোবাসেন, তাহলে চলে যান তাজপুর৷ মাথাপিছু খরচ ৫ হাজার টাকা।
কিংবা যেতে পারেন ঘাটশিলা। খরচ তাজপুরের মতই৷
কম খরচে যেতে পারেন বকখালি। দুদিনের দুজনের খরচ পড়বে ৩ হাজার টাকা।

সুন্দরবনে মাথাপিছু খরচ 4 হাজার টাকা। তবে আগে থেকে বুকিং করলে ভালো৷
ইতিহাসের পাতা ওল্টাতে ভালোলাগে৷ চলে যান মুর্শিদাবাদ৷ মাথাপিছু খরচ 4 হাজার টাকা।

জঙ্গল পছন্দ হলে চলে যান দারিংবাড়ি। মাথাপিছু খরচ পড়বে ৪ হাজার টাকা।

শান্তির খোঁজে যেতে পারেন মায়াপুর। খাবারের সুবন্দোবস্ত রয়েছে। 71 টাকার কুপন কাটলেই ভোগ খেতে পারবেন৷