Home দেশ এবার বাইকে করে অ্যাডভেঞ্চার ট্যুরে যেতে চাইলে দায়িত্ব নেবে IRCTC

এবার বাইকে করে অ্যাডভেঞ্চার ট্যুরে যেতে চাইলে দায়িত্ব নেবে IRCTC

by banganews

বঙ্গ নিউস, ১৩ ডিসেম্বর, ২০২০ঃ বাইকে করে লম্বা ট্যুরে যেতে চান, কিন্তু সঙ্গীর অভাবে যাওয়া হচ্ছে না? করোনা পরিস্থিতিতে বাইকে ঘুরতে যাবার প্রবণতা বেড়েছে। আর সেই কথা মাথায় রেখেই IRCTC শুরু করতে চলেছে অ্যাডভেঞ্চার টুর৷ সকালে কলকাতা থেকে বেরিয়ে বাঁকুড়া জয়পুর জঙ্গল পর্যন্ত শুরু হচ্ছে এই বাইক ট্যুর। মাত্র ২৮০০ টাকায় ঘুরে আসতে পারবেন।

আরও পড়ুন কৃষক আন্দোলনে ঢুকে পড়েছে মাওবাদীরা, দাবি পীযুষ গোয়েলের

সারাদিনের খাওয়া-দাওয়া হই হুল্লোর প্রকৃতিকে চেনার উদ্দেশ্যেই এই ভাবনা। ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। IRCTC জানিয়েছে, প্রথম ট্যুরের জন্য যে টাকা ধার্য করা হয়েছে পরবর্তীকালে চাহিদামত খরচ কমানো যেতে পারে। যাদের নিজেদের বাইক রয়েছে তারা নিজেদের বাইক নিয়ে যেতে পারবেন। যাদের 200cc বাইক নেই কিন্তু এই ট্যুরে যেতে আগ্রহী তাদের জন্য আইআরসিটিসি বাইক দেবে তার জন্য কিছু অতিরিক্ত খরচ আপনাকে দিতে হবে।

ডালহৌসি থেকে শুরু হওয়া ভ্রমণে থাকবেন অভিজ্ঞ বাইক রাইডার। থাকবে মেকানিক যাতে রাস্তায় গাড়ির সমস্যা হলে আপনি বিপদে না পড়েন। মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করা যাবে। তাহলে আর দেরি কিসের? এবার বাইকে করে ঘুরতে বেরিয়ে পড়ুন।

You may also like

Leave a Reply!