TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

হিন্দি গানের সুরেলা কন্ঠ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আদিবাসী মেয়ে, দেখুন ভিডিও

কখনো ও হামসফর, খাঁমোশিয়া আবার কখনও রবি ঠাকুরের সখী ভাবনা কাহারে বলে। সুরেলা কন্ঠে একের পর এক গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন সেনসেশন হুগলীর ইটাচুনা গ্রামের আদিবাসী কিশোরী চাঁদমনি হেমব্রম। সারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠের দশম শ্রেণির পড়ুয়া ঐ কিশোরী।

আরও পড়ুন ভারতের একমাত্র আদিবাসী মহিলা আর জে শিখা মান্ডির গল্প

তিন বোনের মধ্যে বড় সে, তাই পিতৃহারা হয়ে মায়ের সাথে নামতে হয়েছে জীবনযুদ্ধে। পড়াশোনার সাথে সাথেই ঘরের কাজ থেকে মাঠের কাজ সবকিছুতেই মাকে সাহায্য করে চাঁদমনি। গানের প্রতি আকর্ষণ ও ভালোবাসা রয়েছে তার। পাশের বাড়ির এক দাদু মাঝে মধ্যে নিজের মিউজিক সিস্টেম দিতেন গান শোনার জন্য। সেখানে থেকেই চাঁদমনি গুনগুন করে গান তুলে নেয় নিজের গলায়। তবে বলা হয় প্রতিভা কোনদিন লুকিয়ে রাখা যায়না। হুগলীর এক শিক্ষক শ্যাম হাঁসদা ত্রান দিতে এসে ঐ কিশোরীর গান ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। দুর্গাপুরের আর এক শিক্ষক চিরঞ্জিত ধীবরও তুলে ধরেন চাঁদমনির প্রতিভা। আর এই স্যোশাল মিডিয়ার হাত ধরেই প্রথম গান রেকর্ড হয়ে গেল চাঁদমনির। পাঞ্জাবের খ্যাতনামা শিল্পী আয়শান আদ্রি নিজে রেকর্ড করলেন চাঁদমনির কন্ঠে ‘জুদাইয়া বে’ গানটি। কিশোরীর গলায় নেহার গান শুনে ট্যুইট করেন টোনি কক্কর। এছাড়াও বলিউডের অনেকেই যোগাযোগ করছেন। দুচোখ ভরা স্বপ্ন আর কন্ঠ ভরা সুর নিয়ে চাঁদমনির যাত্রা শুরু সঙ্গীত জগতে।

দেখুন ভিডিও