TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পার্লামেন্টে শিশুদের মতামত দানের সুযোগ করে দিল UNICEF

বঙ্গ নিউস, ১৬ নভেম্বর, ২০২০ঃ এবার পার্লামেন্টে প্রবেশের অধিকার পেল ছোটরাও। শুধুমাত্র প্রবেশের অধিকার নয়, সেইসঙ্গে তাদের মতামতও জানানোর অধিকার দিল তাদের UNICEF। পার্লামেন্ট দেশের গণ্যমান্য ব্যক্তিরা দেশের উন্নতির স্বার্থে আলাপ আলোচনায় বসেন। যেখানে ছোটদের প্রবেশাধিকার ছিল না এতদিন৷ কিন্তু এবার পার্লামেন্টে আলোচনায় অংশ নিতে পারবেন ছোটরা৷

আরও পড়ুন আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার

শিশুদের জাতির ভবিষ্যৎ বলা হয়। তাই সমাজের পাশাপাশি পরিবেশের সুরক্ষার বিষয়েও তাদের থেকে মতামত নেওয়ার প্রয়োজন রয়েছে।
আগামী ২০ শে নভেম্বর ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই বৈঠকে পার্লামেন্টের অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত থাকবে শিশুরাও।
এই বৈঠকের নেতৃত্বে থাকবেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।

UNICEF-এর এই অভিনব পদক্ষেপের উপলক্ষ্যে সংসদ ভবন, কুতুব মিনার, রাষ্ট্রপতি ভবন এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়কেও নীল আলোয় সাজানো হবে৷ সকল শিশুকে মাস্ক পরে বৈঠকে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে UNICEF-এর তরফ থেকে। জলবায়ু পরিবর্তন নিয়ে পরিবেশ সম্পর্কে নিজেদের মতামত জানাবেন, সেইসঙ্গে নিজেদের অধিকারের বিষয়ে একটি আবেদন পত্রও জমা দেবে।