TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

টুইটারের প্রাইভেসি পলিসিতে বড়সড় বদল

টুইটারের নতুন সিইও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত পরাগ আগরওয়াল।  তারপরে টুইটারের প্রাইভেসি পলিসি তে এলো বড়োসড়ো পরিবর্তন।  ব্যবহারকারীদের নিরাপত্তা  গোপনীয়তা আরও সুরক্ষিত করতে প্রাইভেসি পলিসি তে কিছু বদল এনেছে টুইটার।

 

 

এবার টুইটারে কোন ছবি ভিডিও বা কোন কিছু শেয়ার করতে হলে তার অনুমতি লাগবে।  যিনি আপলোড করেছেন ছবি বা ভিডিও  তার সম্মতি ছাড়া আর কোন কিছুই শেয়ার করা যাবে না।

 

মঙ্গলবার থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

 

 

ইতিমধ্যে যে কোনো ব্যক্তিগত তথ্য যেমন বাড়ির ঠিকানা, পরিচয় পত্র, যোগাযোগের নম্বর নিষিদ্ধ করে দিয়েছে টুইটার।  টুইটারে যাতে কোনো ব্যক্তিকে অন্য কোন ব্যক্তি হেনস্থা করতে না পারে তার জন্য এই ব্যবস্থা।

 

সন্ধান মিলল ১৩০০ বছরের পুরনো মসজিদের! জানা যাবে ইসালামি ইতিহাসের অজানা তথ্য

এই নতুন নিয়মের কথা বলতে গিয়ে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাইভেসি পলিসি অত্যন্ত শক্তিশালী। নতুন আপডেটের মাধ্যমে সাইবার অপরাধীদের বিরুদ্ধে আরও সহজেই ব্যবস্থা নেওয়া যাবে।  মানবাধিকারের স্বার্থে এই নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  আজ থেকেই তা কার্যকর করা হবে সারা বিশ্বে।  সিইও বদলের পরেই প্রাইভেসি পলিসির বদল  তাৎপর্যপূর্ণ বলা বাহুল্য।