TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জল সীমান্তে অনুপ্রবেশকারী ট্রলার ধরা পড়ল উপকূলরক্ষীদের তৎপরতায়

মহিষাদল, ৭ সেপ্টেম্বর, ২০২০ঃ  বাংলাদেশী অনুপ্রবেশকারী ট্রলার ধরা পড়ল মহিষাদলের গেঁওখালীতে। ঘটনা স্থলে উপকূলরক্ষী বাহিনী গিয়ে পৌঁছলে পালাতে বাধ্য হয়ে তারা। ট্রলারটিতে ১০ থেকে ১২ জন মত লোক ছিলো, তারা প্রত্যেকেই গা ঢাকা দিয়েছে বলে অনুমান। নিরাপত্তারক্ষীরা জানাচ্ছে, ভারতীয় পতাকা ও নাম দিয়ে এই রাজ্যে চোরাই কারবারীর কাজ চালাচ্ছিলো তারা।

আরও পড়ুন দাম্পত্য কলহের জের, স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী

এরই পাশাপাশি কুকড়াহাটিতে একটি চোরাচালানকারী জলদস্যুদের মাছ ধরার ট্রলার আটক করলো হলদিয়া উপকূল রক্ষিবাহিনী। রাতের অন্ধকারে এই ট্রলারটি সন্দেহ জনক ভাবে রূপনারায়ন দামোদর ও হলদি নদীর সংযোগস্থলে ঘোরাফেরা করছিল। হঠাৎ করে দূর থেকে দূরবিনে দেখতে পায় টহলদার হুভারক্রাফ্টের কোস্টগার্ডের জওয়ানরা।

কোস্টগার্ডের হভারকাফ্টের শব্দ পেয়ে চোরা কারবারী জলদস্যুরা ট্রলারের পিক্আপ বাড়িয়ে চম্পট দেয়।পালাতে না পেরে পূর্ব মেদিনীপুরের গেঁওখালীর কাছে নাটশাল এ নদীর পাড়ে একটি ঝোপের আড়ালে ট্রলার ঠেকিয়ে জলদস্যুরা চম্পট দেয়।