TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আজ লতাজির জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২০: আজ সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ৯১তম জন্মদিন। কোকিলকণ্ঠীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ’লতাদিদিকে শ্রদ্ধা জানাই। জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি। দেশের প্রতিটি মানুষ তাঁকে চেনেন, জানেন, সম্মান করেন। আমি ভাগ্যবান, তাঁর আশীর্বাদ পেয়েছি।’

আরও পড়ুন আমেরিকার চেয়ে ভারতকে অধিক কর দিয়েছেন ট্রাম্প: রিপোর্ট

প্রধানমন্ত্রীর পাশাপাশি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিদির জন্মদিন উপলক্ষে এক বিরল ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন লতাজির সহোদরা আরেক কিংবদন্তি আশা ভোঁসলে।
বিনোদন জগতের পক্ষ থেকে কিংবদন্তি গায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন শংকর মহাদেবন, অনুপ জালোটা, কঙ্গনা রানাওয়াত প্রমুখ। যশরাজ ফিল্মসের পক্ষ থেকেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন চেক পেমেন্টের নিয়ম বদল করতে চলেছে রির্জাভ ব্যাঙ্ক

লতা মঙ্গেশকরের জন্মদিন উপলক্ষে বালি-শিল্পে তাঁর মুখের প্রতিচ্ছবি তৈরি করেছেন স্বনামধন্য শিল্পী সুদর্শন পট্টনায়েক।
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ইন্দোরে লতার জন্ম হয়। ১৯৪৫ সালে সপরিবারে মুম্বই আসার পরে তাঁর পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। হাজারের বেশি হিন্দি গান গাওয়ার পাশাপাশি তিনি ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন। কেরিয়ারের সাত দশকে তাঁর গাওয়া গানের সংখ্যা ২৫ হাজার।