TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আজ মরশুমের শীতলতম দিন

বছরের শেষে জাঁকিয়ে বসছে শীত! উত্তুরে হাওয়ার দাপট দেশ জুড়ে। বাংলাও পিছিয়ে নেই৷  গত সপ্তাহ থেকে শুরু হয়েছিল তাপমাত্রার পারদ নিম্নগামী হওয়ার প্রক্রিয়া৷  এ সপ্তাহেও তা অব্যাহত। আজ সোমবার তাপমাত্রা আরও নিম্নমুখী৷ মহানগরীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক কম। সোমবার এই মরশুমের শীতলতম দিন।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে,  সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে।  পরিষ্কার। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নামবে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকেও ৪ ডিগ্রি কম। এ মরশুমে এই প্রথম সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ ডিগ্রির ঘরে।

 

আইপিএল নিলামে ৫ ক্রিকেটারের দাম উঠতে পারে সর্বোচ্চ, কারা তাঁরা

কলকাতার তুলনায় বাংলার বিভিন্ন জেলার তাপমাত্রা আরও কমেছে। বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, কৃষ্ণনগরের মত শহরে কমছে তাপমাত্রা। পৌষের শুরু থেকেই শীতের হিমেল হাওয়ায় কাবু বঙ্গবাসী৷