TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এবার লাইফ সার্টিফিকেট পাবেন বাড়িতে বসেই

বঙ্গ নিউস, ৩০ অক্টোবর, ২০২০ঃ পেনশনভোগীদের জন্য এবার ডাক বিভাগের নতুন পরিষেবা। বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার যাবে এবার। এই পরিষেবা চালু করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক।

লকডাউনের সময় প্রবীণ নাগরিকদের একাংশের বাড়িতে পেনশনের টাকা পৌঁছে দেওয়ার পরিষেবা চালু করেছিল ডাক বিভাগ। তারপর এনেছিল ঘরে বসেই ব্যাংকের গ্রাহকদের আধার তথ্যের ভিত্তিতে টাকা তোলার সুবিধা। বাড়ি বাড়ি গিয়ে ডাকঘরে পিপিএফ একাউন্ট খুলে দেওয়ার মতো পদক্ষেপও করেছে তারা।

আরও পড়ুন সাতসকালে গ্রামের পুকুরে পাথরের মূর্তি ভাসছে। অলৌকিক ঘটনা দেখে গ্রামবাসীদের।

ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল (ওয়েস্টবেঙ্গল সার্কল) আলেকজান্ডার জানিয়েছেন, 1 নভেম্বর থেকেই ডাকঘরের তরফে বাড়ি গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পরিষেবা শুরু হচ্ছে। যারা পরিষেবা নিতে চান তারা এখন থেকেই আবেদন করতে পারবেন।

• বাড়িতে বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট পেতে হলে আবেদন করতে হবে ১৫৫২৯৯ নম্বরে
• এর জন্য খরচ হবে ৭০ টাকা
• আধার নম্বর এবং ফোন নম্বর থাকতে হবে।
• সেই ফোন নম্বর আধার নম্বর ব্যাংক বা পোস্ট অফিসে নথিভুক্ত করাতে হবে।
• এই পরিষেবা দেওয়ার জন্য ডাক কর্মীরা কমিশন পাবেন এই পরিষেবার জন্য তাঁদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।

এতদিন বছরের শেষের দিকে নির্দিষ্ট একটি সময়ে ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হত। কিন্তু অনেক প্রবীণ নাগরিকদের পক্ষে সশরীরে হাজির হওয়া কষ্টকর হত। তখন অনেক সময় ব্যাংকের কর্মীরা ওই পেনশনভোগীর বাড়িতে গিয়ে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতেন। এছাড়া জীবন পোর্টালের মাধ্যমেও লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যেত। সেখানে আঙুলের ছাপ নথিভুক্ত করাতে হত।