TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এবার বাড়ি গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসবে ব্যাংক

বঙ্গ নিউস, ১৮ অক্টোবর, ২০২০ঃ ব্যাংকে যাবার দরকার তো নেই এমনকি এটিএম এ যেতে হবে না টাকা তোলার জন্য। চাইলেই টাকা গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কি কি পরিষেবা মিলছে দেখে নেওয়া যাক

• আপনার বাড়ি থেকে টাকা সংগ্রহ করে একাউন্টে জমা দেওয়া যাবে৷
• দিনে একবার টাকা জমা দেওয়া যাবে। সব থেকে কম 1000 টাকা এবং সর্বোচ্চ কুড়ি হাজার টাকা জমা দিতে পারবেন।
• অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ফর্ম 16 বাড়িতে পৌঁছে দেবে।
• টাকা জমা দেওয়া টাকা তুলে দেওয়া কিংবা চেক সংগ্রহ প্রতিটি ক্ষেত্রে 75 টাকা এবং জিএসটি দিতে হবে।
• কারেন্ট একাউন্টের ডুপ্লিকেট স্টেটমেন্ট পৌঁছে দিলে 100 টাকা ও জিএসটি দিতে হবে
• চেক রিকুইজিশন স্লিপ সংগ্রহ করতে চাইলে 75 টাকা ও জিএসটি দিতে হবে।
• টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট স্টেটমেন্ট পৌঁছে দিলে 75 টাকা ও জিএসটি দিতে হবে

আরও পড়ুন উৎসবের মরশুমে নজিরবিহীন সিদ্ধান্ত বারাসাত হাসপাতালের সুপারের

এর জন্য এসবিআই গ্রাহকদের সবার আগে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে টোল ফ্রি
1800111103 নাম্বারে যেকোনো কাজের দিন সকাল ন’টা থেকে বিকেল চারটের মধ্যে ফোন করতে হবে। এরপর যে অ্যাকাউন্টের জন্য পরিষেবা চাইছেন তার শেষ চারটি সংখ্যা জানাতে হবে। ঠিকানা ইত্যাদি কিছু ভেরিফিকেশন হবে। আবেদন সম্পূর্ণ হলে গ্রাহক একটি এসএমএস পাবেন। এরপর ব্যাংকিং এজেন্ট যোগাযোগ করে নেবে। এজেন্ট যখন বাড়িতে যাবে তখন গ্রাহকের ফটো আইডি এবং ব্যাঙ্কে দেখতে চাইবেন। ব্যাংকিং এজেন্ট গ্রাহকের সামনে পোর্টাল এর মাধ্যমে যাবতীয় লেনদেন করবে। সব কিছু হয়ে গেলে রেজিস্টার্ড মোবাইলে লেনদেন সম্পন্ন হওয়ার এসএমএস পাবেন গ্রাহক।