Home বঙ্গ উৎসবের মরশুমে নজিরবিহীন সিদ্ধান্ত বারাসাত হাসপাতালের সুপারের

উৎসবের মরশুমে নজিরবিহীন সিদ্ধান্ত বারাসাত হাসপাতালের সুপারের

by banganews

বারাসাত, ১৮ অক্টোবর, ২০২০ঃ উৎসবের মরশুমে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন বারাসাত হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মন্ডল। পরিবারকে হারিয়ে এই হাসপাতালে বহুদিন রয়েছেন এমন ও রোগীদের ও বেশ কিছু মানসিক ভারসাম্যহীন রোগীদের হাতে পুজোর নতুন জামাকাপড় তুলে দিলেন তিনি।

আরও পড়ুন টানা বৃষ্টিতে তেলাঙ্গানায় মৃত ৫০, ব্যাপক ক্ষয়ক্ষতি হায়দ্রাবাদে

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত হাসপাতালের মানসিক বিভাগে ২৬ জন রোগীর হাতে জামাকাপড় তুলে দেওয়া হয়। পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঠাকুর দেখার জন্য বিভিন্ন ওয়ার্ডে বসানো হবে এলিডি টিভি। এমনটাই জানিয়েছেন হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মন্ডল।

You may also like

2 comments

Leave a Reply!