TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পুজোয় ঘূর্ণিঝড়ের দাপটের আশঙ্কা, দেখে নিন আবহাওয়া আপডেট

এবারের পুজোতে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস। শীত পড়ার সঙ্গে সঙ্গেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। সমুদ্রের ওপরের অংশের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমতে শুরু করায় সাইক্লোন সৃষ্টি হতে পারে। এমনই আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন মহিষাদলে দুর্গাপুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার রয়েছে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি হওয়ায় গরম রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ১৭ অক্টোবর তা নিম্নচাপে পরিণত হতেপারে। ষষ্ঠী বা সপ্তমীতে আরও শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস।