TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা আবহে বাতিল সংসদের শীতকালীন অধিবেশন

বঙ্গ নিউস, ১৫ ডিসেম্বর, ২০২০ঃ করোনা সংক্রমণের জেরে এ বার সংসদে হবে না শীতকালীন অধিবেশন। কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর দেওয়া একটি চিঠির জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এই কথা জানিয়েছেন।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানিয়েছেন, শীতকালীন অধিবেশন বাতিল করার বিষয়ে সবদল একমত হয়েছে। করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংসদ সরাসরি জানুয়ারি মাসে বাজেট অধিবেশন খুলবে।

আরও পড়ুন বাংলার সঙ্গে লুকোচুরি খেলছে ঠাণ্ডা, জেনে নিন আজকের আবহাওয়া আপডেট

অধীররঞ্জন চৌধুরী তার চিঠিতে নয়া কৃষি আইন নিয়ে বিস্তারিত আলোচনা চেয়ে সংসদের একটি জরুরি অধিবেশন আহ্বান করার আর্জি জানিয়েছিলেন।
সেই চিঠির উত্তরেই সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে এ বারের শীতকালীন অধিবেশন বাতিল করা হবে।