TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

প্রথমে ভারত তারপর অন্য দেশের মানুষের কাছে পৌঁছোবে এই ভ্যাকসিন

দু’সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের জন্য আপতকালীন অনুমোদন চাওয়া হবে সরকারের থেকে৷ সিরাম ইনস্টিটিউটের সিইও পুনাওয়ালা এমনটাই জানিয়েছেন। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য DCGI-র কাছে ইতিমধ্যেই তথ্য জমা দিতে চলেছে সিরাম ইনস্টিটিউট৷প্রথমে ভারত, তারপর অন্যান্য দেশের মানুষের কাছে পৌঁছে যাবে এই ভ্যাকসিন৷

পুনেওয়ালা জানিয়েছেন, প্রথমে বড়দের শরীরে পরীক্ষা এবং তার পর ছোটদের ওপর পরীক্ষা করে দেখে নেওয়া হয়, এটা কতটা সুরক্ষিত৷ তাই এরপর নাবালকদের ওপর পরীক্ষা করা হবে৷
ভ্যাকসিনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না এবং এর কার্যক্ষমতা নিয়েও কোনও দ্বিধা থাকবে না বলে আশ্বাস দিয়েছেন সিআইঅইয়ের সিইও৷

সেই সঙ্গে জানিয়েছেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধে প্রচুর পরিমাণ ভ্যাকসিন ডোজ বাজারে চলে আসবে সরকারি অনুমোদন পাওয়া গেলে৷ অক্সফোর্ড এবং অ্যাস্ট্রজেঙ্কা ভ্যাকসিন কোভিশিল্ড আপতকালীন ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে৷