TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা ভ্যাক্সিনের ট্রায়াল হতে পারে কলকাতায়

করোনা প্রতিষেধকের ট্রায়ালে এবার নাম জড়াবে কলকাতার। সূত্রের খবর, করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন-এর মানবদেহে ট্রায়ালে অংশ নিতে চলেছে এই শহর। কিছু দিনের মধ্যে কলকাতায় ট্রায়াল শুরু হতে পারে বলে জানা গিয়েছে।
করোনা সংক্রমণ রোধে ভারতে তৈরি প্রতিষেধক কোভ্যাক্সিন মানবদেহে প্রয়োগের পরীক্ষায় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) অনুমোদন পেয়েছে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ও জাইডাস ক্যাডিলা সংস্থা।
জানা গিয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনে ভারতের একাধিক শহর-সহ কলকাতার বেশ কিছু ওয়ার্ডে কোভ্যাক্সিন-এর ট্রায়াল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন করোনা আপডেট : ১৫ অগাস্ট আসতে চলেছে করোনার প্রতিষেধক

কলকাতা ছাড়াও ট্রায়ালের তালিকায় রয়েছে নয়াদিল্লি, বেলগাম, পটনা, নাগপুর,  গোরক্ষপুর, কানপুর, রোহতক, গোয়া, হায়দরাবাদ, বিশাখাপত্তনমের মতো শহর।
তবে কলকাতায় ট্রায়ল সম্পর্কে এখনও পর্যন্ত বিশেষ কিছু জানায়নি নাইসেড।